নেশনস কাপ জয় উদযাপনে সেনেগালে জাতীয় ছুটি

|

ছবি: সংগৃহীত

সাত বারের চ্যাম্পিয়ন মিশরকে হারিয়ে প্রথমবার আফ্রিকান নেশনস কাপের শিরোপা জয়ে এখন উদযাপনের নগরীতে পরিণত হয়েছে সেনেগাল। এই উদযাপনকে রাঙ্গিয়ে দিতে সোমবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় ছুটি ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল।

মিশর ও ইথিওপিয়া সফর শেষে কোমরোস সফরে যাবার কথা ছিল প্রেসিডেন্ট সালের। কিন্তু কর্মসূচি বাতিল করে শিরোপা জয়ী সিংহদের স্বাগত জানাতে সোমবার ডাকারে ফিরে আসেন তিনি।

রোববার ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দের ওলেম্বে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র থাকার পর মোহাম্মদ সালাহর মিশরকে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান নেশনস কাপের শিরোপা ঘরে তুলে সাদিও মানের নেতৃত্বাধীন সেনেগাল। এর আগে ২০০২ ও ২০১৯ সালে ফাইনালে হেরে যাওয়ায় শিরোপা জয় করা হয়নি তাদের।

আরটিএস টেলিভিশন জানায়, মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে শিরোপা জয়ী লায়নদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিবেন সাল। রাষ্ট্রপতির ভবনের বরাত দিয়ে তারা জানায়, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সোমবার জাতীয় ছুটি ঘোষণা করেছে। লায়নদের অসাধারণ এই শিরোপা জয় উদযাপনের জন্য এই ছুটির ঘোষণা দিয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply