গাড়িতে দুর্ঘটনা, সিটি করপোরেশনকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সিটি করপোরেশনের গাড়িতে দুর্ঘটনা বিষয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন ঘটনার পুনরাবৃত্তি চান না তিনি।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে একনেক সভায় তিনি এ কথা বলেন।

ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী দক্ষ চালক দিয়ে গাড়ি চালানোর নির্দেশনাও দিয়েছেন। এছাড়া ডেইরি খাতে উদ্যোক্তা বাড়াতে একনেক সভায় অনুশাসনও দিয়েছেন শেখ হাসিনা। সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। যা বাস্তবায়নে খরচ হবে সাড়ে ৩৭ হাজার কোটি টাকা। ১০৮ কোটি টাকা ব্যয়ে স্মার্ট কৃষিকার্ড সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর সুফল পাবেন ১ কোটি ৯ লাখ কৃষক। মিলবে কৃষি সেবাও।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, কৃষকের জমি কতটুকু এবং তিনি কত টাকা ঋণ বা প্রণোদনা পেতে পারেন সব তথ্য থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মে। মাঠ পর্যায়ের তথ্য ইনপুট দিতে পারবেন কৃষি কর্মকর্তাও। ফলে প্রতি বছর কৃষককে লাভজনক ফসল চাষ নিয়ে পরামর্শ দেয়া যাবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply