জমজমাট বগুড়ার ৪০০ বছরের ঐতিহ্যবাহী দেশি মাছের মেলা

|

বগুড়ার মাছের মেলা।

প্রায় ৪০০ বছরের ঐতিহ্য মেনে বগুড়ার পোড়াদহে এবারও বসেছে দেশি মাছের মেলা। মেলায় দূরদুরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। মেলার প্রধান বৈশিষ্ট বাঘা আইড় মাছ হলেও এবছর তার দেখা নেই।

বোয়াল, কাতল, চিতল, রুইসহ মিঠাপানির বড় মাছের জন্য বিখ্যাত পোড়াদহের শতবিঘা জমির উপর আয়োজিত এ মেলা। প্রতিবছর মাঘের শেষ বুধবার বগুড়ার গাবতলীতে এই আয়োজন শত শত বছরের রীতি। সামর্থ্যমতো মাছ কেনা আর দামদরে মুখর হয়ে ওঠে ঐতিহ্যবাহী মেলার পরিবেশ। এ মেলার প্রধান বৈশিষ্ট বাঘা আইড় মাছ। কিন্তু মহাবিপন্নের তালিকাভুক্ত হওয়ায় মেলায় বাঘা আইড় বিক্রি নিষিদ্ধ এবছর।

মূলত, সন্যাসী মেলা উপলক্ষ্যে বসলেও সময়ের সাথে পোড়াদহের মেলা অসাম্প্রদায়িক রূপ নিয়েছে। সব ধর্মবর্ণ আর বয়সের মানুষ অংশ নেন মাছ মেলা ও উৎসবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply