লিবিয়ায় দুই প্রধানমন্ত্রী, তোলপাড় রাজনীতিতে

|

ছবি: আলজাজিরা

দুই প্রধানমন্ত্রীকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে লিবিয়ার রাজনীতিতে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাতিহ বাঘাশাকে নির্বাচিত করে দেশটির পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট। আলজাজিরার খবর।

অথচ জাতিসংঘ স্বীকৃতি অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল হামিদ দেবেইবাহ। গত বছর দেবেইবাহ অন্তর্বতী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তবে নির্বাচনে দেবেইবাহ নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণার পর শুরু হয় বিবাদ। এরই মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দেবেইবাহকে লক্ষ্য করে গুলি করা হয়। এ ঘটনার কিছুক্ষণ পরই পূর্বাঞ্চলীয় পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফাতিহ বাঘাশা। পার্লামেন্টের এ সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন দেবেইবাহ। লিবিয়ায় বর্তমানে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। একটি জাতিসংঘ স্বীকৃত সরকার অপরটি পূর্বাঞ্চলীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply