আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো যেসব খেলোয়াড়কে ধরে রাখছে

|

ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারির নিলামের মাধ্যমেই শেষবারের মতো আইপিএলে হতে যাচ্ছে মেগা নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজ নিজ অ্যাকাডেমিতে মনোযোগ বাড়ানোর জন্যই নিলামের রীতি থেকে বেরিয়ে আসতে পারে দলগুলো।

২০১১ সালের পর এবারই ৮ দলের জায়গায় আইপিএলে খেলবে ১০টি দল। এই ১০ ফ্র্যাঞ্চাইজি মোট ৩৩ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। তাদের মধ্যে ২৩ জন ভারতীয় এবং ১০ জন বিদেশি ক্রিকেটার। তাদের ৩৩ জনকে দেখা যাবে না নিলামে। দেখে নেয়া যাক ৩৩ ক্রিকেটারের নাম।

মুম্বাই ইন্ডিয়ানস

রোহিত শর্মা (১৬ কোটি রুপি), যশপ্রীত বুমরা (১২ কোটি রুপি), সূর্যকুমার যাদব (৮ কোটি রুপি), কাইরন পোলার্ড (৬ কোটি রুপি)

কলকাতা নাইট রাইডার্স

আন্দ্রে রাসেল (১২ কোটি রুপি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি রুপি), বরুণ চক্রবর্তী (৮ কোটি রুপি), সুনীল নারাইন (৬ কোটি রুপি)

চেন্নাই সুপার কিংস

রবীন্দ্র জাদেজা (১৬ কোটি রুপি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি রুপি), মঈন আলী (৮ কোটি রুপি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি রুপি)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিরাট কোহলি (১৫ কোটি রুপি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি রুপি), মোহাম্মদ সিরাজ (৭ কোটি রুপি)

পাঞ্জাব কিংস

মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি রুপি), অর্শদীপ সিং (৪ কোটি রুপি)

দিল্লি ক্যাপিটালস

ঋষভ পন্ত (১৬ কোটি রুপি), অক্ষর প্যাটেল (৯ কোটি রুপি), পৃথ্বী শ (৭.৫ কোটি রুপি), আনরিখ নরকিয়া (৬.৫ কোটি রুপি)

সানরাইজার্স হায়দরাবাদ

কেইন উইলিয়ামসন (১৪ কোটি রুপি), আবদুল সামাদ (৪ কোটি রুপি), উমরান মালিক (৪ কোটি রুপি)

রাজস্থান রয়্যালস

সঞ্জু স্যামসন (১৪ কোটি রুপি), জস বাটলার (১০ কোটি রুপি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি রুপি)

গুজরাট টাইটানস

হার্দিক পান্ডিয়া (১৫ কোটি রুপি), রশিদ খান (১৫ কোটি রুপি), শুবমান গিল (৮ কোটি রুপি)

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

লোকেশ রাহুল (১৭ কোটি রুপি), মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি), রবি বিষ্ণয় (৫ কোটি রুপি)

আরও পড়ুন: ব্যাটে বলে দুর্দান্ত মঈন আলী, কুমিল্লার বিশাল জয়


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply