অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন মঙ্গলবার, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

|

অপেক্ষার পালা ফুরিয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলা একাডেমি। সব ঠিকঠাক থাকলে ১৫ ফেব্রুয়ারি বিকেল তিনটায় পর্দা উঠবে এই প্রাণের মেলার।

সামান্য যেসব কাজ বাকি আছে শেষ মুহূর্তে সে কাজগুলোই সারা হচ্ছে। স্টলগুলো সাজছে আপন রূপে। এবার মেলায় যেতে লাগবে করোনার টিকার সনদ। এমন বিধিনিষেধে কি উৎসবের রঙে ভাটা পড়বে?

বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা জানান, সনদ পরীক্ষা করার জটিলতা থাকবে। তবে যাদের টিকা নেয়া আছে তারাই মেলায় আসুক সেটাই চাই।

এখন পর্যন্ত সিদ্ধান্ত, মেলা হবে ১৪ দিন। এতে বইপ্রেমিদের তৃপ্তিই-বা কতটা হবে, এমন প্রশ্নে অবশ্য আশাবাদি বাংলা একাডেমির মহাপরিচালক। তিনি বলেন, এমনিতেও তো মেলা জমতে জমতে সাতদিন। সে হিসেবে শুরু থেকে পাঠক আসলে উদ্দেশ্য সফল হবে।

এবার ৫২০টি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়। ছুটির দিন শুক্র ও শনিবারে মেলা শুরু হবে সকাল ১১টা থেকে। আর ২১ ফেব্রুয়ারি গেট খুলবে সকাল আটটায়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply