ভালোবাসা দিবস উপলক্ষ্যে রমরমা চকলেট বাজার

|

ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে প্রিয়জনকে কি উপহার দিবেন? ফুল, চকলেট না অন্যকিছু? সারা বিশ্বে, জনপ্রিয়তার শীর্ষে চকলেট। ছোট-বড় সবারই প্রিয়। তাই, ভ্যালেন্টাইনস ডে’কে টার্গেট করে ব্যবসা জমে উঠেছে চকলেটের নগরী খ্যাত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।

ব্রাসেলস টাইমস’র প্রতিবেদনে বলা হয়, উপহারের দিক দিয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকায় রয়েছে চকলেটের বাড়তি চাহিদা। তাই ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চকলেটের নগরী খ্যাত ব্রাসেলসের চকলেট কারিগররা। ক্রেতাদের চাহিদা মেটাতে দিন-রাত সমানে কাজ করে যাচ্ছেন তারা। ভ্যালেন্টাইনস ডে’তে উপহার মানেই যেন ফুল আর চকলেট। হার্ট আকৃতির বাহারি চকলেটের পসরায় সেজে উঠছে পশ্চিমা সব স্টলগুলো।

বেলজিয়ামের চকলেট প্রস্তুতকারী বানার্ড স্কোবেন্স বলেন, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে হার্ট আকৃতির চকলেট বেশি বানাচ্ছি। এই দিবসকে কেন্দ্র করে প্রচুর মানুষ কেনাকাটা করতেও আসছেন। প্রতিদিন ১৮ ঘণ্টা পর্যন্তও কাজ করতে হচ্ছে।

আরও পড়ুন: ৪০ বছর পর বিলুপ্ত হতে পারে চকলেট

ক্রেতারাও বলছেন, ভালোবাসা দিবসে আলাদা মাত্র যোগ করে চকলেট। অনেকের কাছে ভালোবাসার বহিঃপ্রকাশে এই দিনে চকলেট দেয়াটা নিয়মে পরিণত হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, গেলো দুই বছরে করোনা মহামারির কারণে এই ব্যবসায় যে ক্ষতি হয়েছে, এ বছর তা অনেকটাই পুষিয়ে ওঠা যাবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply