প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জিতলো চেলসি

|

ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো চেলসি।

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি চেলসি। তবে ৫৫ মিনিটে ক্যালাম হাডসন-ওডোইয়ের ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করেন রোমেলো লুকাকু।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেলসি। পেনাল্টি থেকে পালমেইরাসকে সমতায় ফেরান রাফায়েল ভেইগা। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে দলের শিরোপা নিশ্চিত করেন কাই হাভার্টজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply