করোনায় গ্যাসের দাম না বাড়ানোর পরামর্শ সিপিডির

|

করোনাকালে গ্যাসের দাম বাড়ালে তার ধাক্কা সামলাতে পারবে না নিম্ন আয়ের মানুষ। আরও কিছুদিন সরকারকে ভর্তুকি দেয়ার পরামর্শ গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির। সকালে জ্বালানি খাত নিয়ে এক ভার্চুয়াল সেমিনারে এসব নিয়ে আলোচনা করে সংস্থাটি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, প্রাকৃতিক গ্যাসের ওপর চাপ কমাতে সরকার এলএনজির ওপর নির্ভরতা বাড়াচ্ছে। অথচ এই জ্বালানির আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল। তাই হঠাৎ করে দাম বাড়লে চাপে পড়বে ভোক্তা। এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে ভোগান্তি আরও বাড়বে। তাই বিকল্প হিসেবে গ্রিন এনার্জিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে সিপিডি।

এসময় বিলুপ্ত কয়লা খনির জমিতে এলএনজি পাওয়ার প্ল্যান্ট তৈরি না করার পরামর্শ দেন গবেষকরা। তবে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, বাড়তি চাহিদা সামাল দিতেই এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকছে সরকার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply