গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরের সুত্রাপুর বোর্ডঘর এলাকায় স্ক্যানডেক্স টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার ছাদ ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। ঘটনার পর কারখানার দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর জানা যায়নি।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ৫ তলা বিশিষ্ট নতুন এই ভবনের ২য় তলার ছাদ ধসে এই দুর্ঘটনা ঘটে। ওই কারখানার শ্রমিকরা জানান, ছাদ ঢালাই কাজ চলছে। হঠাৎ করে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই ছাদে নিম্নমানের সামগ্রী দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ জানান, এখন পর্যন্ত ৮ জন আহত শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছে। উদ্ধার কাজ চলছে, তদন্ত কমিটি গঠন করা হবে। এসময় কারখানার দুই কর্মকর্তাকে আটক করা হয় বলেও জানান তিনি।
এসজেড/
Leave a reply