প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩২১ জনের নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছে মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে।
নাম প্রকাশকে সাধুবাদ জানালেও এর ফলে স্বচ্ছতার মূল উদ্দেশ্য সফল হবে না বলে মত বিশিষ্টজনদের। তাদের মতে, এতো বেশি সংখ্যক নামের ভিড়ে বিভ্রান্ত হবেন সাধারণ মানুষ।
এদিকে, আরেক দফা বিশিষ্টজনদের সাথে বৈঠক করবে অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল চারটায় আমন্ত্রণ জানিয়ে ৮ জনকে চিঠি দিয়েছে সার্চ কমিটি।
সম্প্রতি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন করে সরকার। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা নির্দেশ দেন রাষ্ট্রপতি।
এসজেড/
Leave a reply