‘এয়ার ইন্ডিয়ার’ সিইও হলেন তুর্কি নাগরিক ইকার আইসি

|

ইকার আইসি। ছবি: সংগৃহীত

ভারতের সরকারের কাছ থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা কিনে নেয়ার পর এবার নতুন পরিচালক নিয়োগ দিয়েছে টাটা সন্স।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ও পরিচালক হিসেবে বিজনেস টাইকুন রতন টাটার প্রতিষ্ঠান টাটা সন্স বেছে নিয়েছে তুরস্কের ব্যবসায়ী ও তুর্কি এয়ারলাইন্সের সাবেক পরিচালক ইকার আইসিকে।

ইকার আইসিকে নিজেদের পরিচালক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন জানান, বিমান শিল্পে ইকার আইসি একজন নেতা। তুর্কি এয়ারলাইন্স তাদের বর্তমান অবস্থানে এসেছে ইকার আইসির নেতৃত্বে। আমরা ইকারকে টাটা গ্রুপে আমন্ত্রণ জানাচ্ছি। যার নেতৃত্বে নতুন পথ চলা শুরু করবে এয়ার ইন্ডিয়া।

এদিকে এয়ার ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ছিল এই টাটা গ্রুপই। ১৯৩২ সালে টাটা এয়ারলাইন্স নামে এটি যাত্রা শুরু করে। ১৯৪৬ সালে টাটা এয়ারলাইন্স নাম পাল্টে করা হয় এয়ার ইন্ডিয়া। কিন্তু ১৯৫৩ সালে ভারত সরকার এয়ার ইন্ডিয়া পরিচালনার দায়িত্ব নিয়ে নেয়। যদিও ১৯৭৭ সাল পর্যন্ত জাহাঙ্গীর রতনজী টাটা এর পরিচালনার দায়িত্বে ছিলেন। দীর্ঘ ৬৯ বছর ভারত সরকারের হাতে এয়ার ইন্ডিয়া থাকার পর ফের টাটা পরিবারের কাছেই ফিরেছে বিমান পরিচালনাকারী সংস্থাটি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply