সিলেটে আফগান ক্রিকেটার ও কোচিং স্টাফ করোনায় আক্রান্ত

|

ছবি: সংগৃহীত

সিলেটে অবস্থান করা আফগানিস্তান দলের ক্যাম্পে খেলোয়াড়সহ বেশ কয়েকজন কোচিং স্টাফ আক্রান্ত হয়েছেন করোনায়।

গত শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে পৌছায় আফগানিস্তান দল। রোববার সিলেটে করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে সোমবার থেকে অনুশীলনে নামার কথা ছিল আফগানদের। কিন্তু করোনা পরীক্ষায় বেশ কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফের ফল পজেটিভ আসে। জানা যায়, আফগান ক্যাম্পের ছয়জনেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে খেলোয়াড়ও আছেন। আক্রান্তদের মধ্যে দলের ভারতীয় ফিজিও প্রশান্ত পঞ্চাদাও আছেন। তাদের প্রত্যেককেই রাখা হয়েছে আইসোলেশনে।

আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এছাড়া ৩ ও ৫ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

আরও পড়ুন: নিজ দেশের টেনিস খেলোয়াড়কে মেরে ফেলেছেন মুসাকান্দা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply