নোবিপ্রবিতে নিয়োগপ্রাপ্তরা কলেজের শিক্ষক হওয়ারও যোগ্য নয়: উপাচার্য

|

অনুষ্ঠানে উপস্থিত অতিথীরা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিগত সময়ের শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ তোলেন। তিনি বলেন, ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের অধিকাংশেরই কলেজের শিক্ষক হওয়ারও যোগ্যতা নাই। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দূর্ভাগ্যের।

উপাচার্য আরও বলেন, আমাদের সমাজে এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এটি রোধ করতে সঠিক নিরপেক্ষ সাংবাদিকদের দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply