এডিবির অর্থায়নে আখাউড়া স্থলবন্দরে নির্মিত হচ্ছে মেডিকেল সেন্টার

|

আখাউড়া প্রতিনিধি:

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে মেডিকেল সেন্টার স্থাপন করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন হলে স্বাস্থ্যকেন্দ্রে করোনার নমুনা পরীক্ষার পাশাপাশি স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চালু থাকবে। ফলে স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বাস্থ্যকেন্দ্রটি থেকে জরুরি চিকিৎসা নিতে পারবেন।

প্রকল্প বাস্তবায়নে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে প্রকল্পটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ। এরই মধ্যে মেডিকেল সেন্টারের জন্য আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করে জায়গা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২ কোটি টাকা ব্যয়ে আখাউড়া স্থলবন্দরে স্থায়ী বহুতল মেডিকেল সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থলবন্দরের পাশে জায়গাও নির্ধারণ করা হয়েছে। জায়গাটি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে হাসপাতাল নির্মাণের পূর্ণাঙ্গ পরিকল্পনা কাঠামো নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সারা দেশে সাতটি স্থলবন্দরে এডিবির অর্থায়নে একটি প্রকল্পের আওতায় মেডিকেল সেন্টার স্থাপনা করা হবে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে একটি স্থাপনের জন্য জায়গা নির্ধারণে স্থলবন্দর ও ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেছেন। পরে আখাউড়া স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের সম্মেলন কক্ষে আইএইচআর প্রোগ্রাম, সিডিসির উদ্যোগে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আখাউড়া মেডিকেল সেন্টারের জন্য বন্দরের ভেতরে জায়গা অধিগ্রহণের সীদ্ধান্ত নেয়া হয়েছে। এ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের স্ক্রিনিংয়ের পাশাপাশি গুরুতর অসুস্থ রোগীর জন্য একাধিক শয্যা রাখা হবে। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবাও দেয়া হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply