‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না’

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ডিআরইউতে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এমন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, মানুষের চোখের মুখের ভাষা তারা বুঝতে চায় না, তারা গুম খুনে বিশ্বাসী। তাদের এই অপকর্মের জন্য আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটির লোকেরা নিরপেক্ষ নয়, তারা কীভাবে নিরপেক্ষ লোক খুঁজে বের করবে? আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে ইসি গঠন নিয়ে অস্থির হয়ে গেছে। তিনি বলেন, দেশের মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সংকট নিরসনে সবাইকে রাজপথে নামােও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এর আগে সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল এক অনুষ্ঠানে বলেন, আবারও বাকশাল কায়েমের চেষ্টা করছে সরকার। আর প্রতিনিয়ত যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, একটি স্বাধীন দেশ এভাবে চলতে পারে না। সকালের প্রতিবেদনটি পড়ুন এখানে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply