সৈকত আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে বরিশাল

|

সৈকতের দারুণ ব্যাটিংয়ে জয়ের পথে বরিশাল।

বিপিএল ফাইনালে সুনিল নারিনের ভূমিকাই যেন পালন করছেন ফরচুন বরিশালের টপ অর্ডার ব্যাটার সৈকত আলী। এই ডানহাতির দুর্দান্ত ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ১৫২ রানের টার্গেটের দিকেই ছুটছে সাকিব আল হাসানের দল।

এর আগে, পুরো আসরজুড়ে দারুণ ব্যাট করা ফরচুন বরিশালের মারকুটে ওপেনার মুনিম শাহরিয়ার ৭ বলে কোনো রান করতে না পেরে আউট হয়েছেন শহিদুল ইসলামের বলে। তবে বরিশাল এই ধাক্কা সামলে উঠে সৈকত আলীর মারমুখী ব্যাটিংয়ে। মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি করে ফেলেন সৈকত। আর এই পুরো সময়টাতে সৈকত আলীকে সঙ্গ দিয়ে গেছেন ক্রিস গেইল।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ছিল ৮ ওভারে ১ উইকেটে ৬৯ রান। জয়ের জন্য বরিশালের দরকার ৭২ বলে ৮৩ রান। সৈকত ব্যাট করছেন ২৮ বলে ৫৬ রান করে। ক্রিস গেইলের সংগ্রহ ১৩ বলে ৭ রান।

এর আগে, সুনিল নারিনের ঝড়ো ইনিংসের পর মঈন আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরও পড়ুন: শিরোপা জয়ের জন্য বরিশালের টার্গেট ১৫২ রান


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply