সিরাজগঞ্জের পৌর ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটিতে পদ না পাওয়ায় এক প্রার্থীর অঝোরে কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলকুচি উপজেলার আওয়ামী লীগের সম্মেলন শেষে এ ঘটনা ঘটে।
এতে বেলকুচি পৌরসভার দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কার অভিযোগ করেন, নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটি চক্র জামায়াত-বিএনপির লোক দিয়ে বেলকুচি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করেছে। এসময় নিজের পদ বাতিল এবং নতুন পদ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন আবু বক্কার।
/এডব্লিউ
Leave a reply