মাথায় তিলক দিয়ে ক্লাসে ঢুকতে শিক্ষার্থীকে বাধা, কর্ণাটকে শুরু নতুন বিতর্ক

|

ছবি: সংগৃহীত।

হিজাব নিয়ে ভারত জুড়ে বিতর্ক চলছিল আগে থেকেই। এবার এর সাথে যুক্ত হলো নতুন বিড়ম্বনা। কর্ণাটকের বিজয়পুরার ইন্দি শহরের একটি কলেজে এক ছাত্রকে কপালে তিলক দিয়ে ক্লাসে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। এনিয়ে শিক্ষকদের সাথে অন্যান্য ছাত্রদের রীতিমতো বাকযুদ্ধ লেগে যায় শিক্ষাঙ্গনে। খবর এনডিটিভির।

জানা গেছে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) মাথায় তিলক দিয়ে কলেজে প্রবেশ করে এক ছাত্র। তবে তাকে ঢুকতে বাধা দেয়া হয়। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, হিজাব বা গেরুয়া স্কার্ফের মতোই তিলক ধর্মীও চিহ্ন বহন করে। তাই এনিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক তৈরি করতে পারে। তাই তিলক পরে প্রবেশ করা যাবে না।

এদিকে, চলতি সপ্তাহেই হিজাব সংক্রান্ত মামলার অন্তর্বর্তী নির্দেশে কর্ণাটক হাইকোর্ট হিজাব এবং গেরুয়া স্কার্ফ পরে শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে ঢোকার বিষয়ে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। তিলক বা সিঁদুর সেই তালিকায় নেই। তা সত্বেও কেনো কলেজ কর্তৃপক্ষ তিলক পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুরু হয়েছে নতুন বিতর্ক।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply