পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়াটা সরকারের ভুল সিদ্ধান্ত ছিল। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এক জনসমাবেশে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি।
জিও টিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পাঞ্জাব প্রদেশের মান্দি বাহাউদ্দিন এলাকায় তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন ইমরান খান। এ সময় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের অসুস্থতার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন: ‘পাকিস্তান জালিয়াতি দিবস’ পালনের সিদ্ধান্ত নিলেন জম্মু-কাশ্মিরের বাসিন্দারা
তিনি বলেন, প্রথমে একটি রোগের কথা বলা হলো, এরপর আরেকটি, তারপর আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার কথা বলা হলো।
ইমরানের দাবি, নওয়াজের অসুস্থার বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে সরকার ভেবেছিল, তিনি আর বেশি দিন বাঁচবেন না। তবে সে ধারণা ভুল ছিল বলে উল্লেখ করেন তিনি। ইমরান বলেন, আমি মনে করি, নওয়াজকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে আমরা বড় ভুল করেছি।
/এনএএস
Leave a reply