রাশিয়ার সীমান্তে সংঘর্ষ, ইউক্রেনের ২ সেনা নিহত

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ইউক্রেনের দুই সেনা নিহত হওয়া খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালানোর সময় বোমার শ্র্যাপনেলের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে মারা যায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলের রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানোর সময় শেলের শ্র্যাপনেলের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে মারা যান দুই সেনা। ওই সময় আহত হন আরও ২ জন। 

আরও পড়ুন: বেলারুশকে সাথে নিয়ে ঐক্য রাষ্ট্র গড়তে যাচ্ছে রাশিয়া

ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, বিদ্রোহীরা ৮২ ও ১২০ মিলিমিটার-ক্যালিবারের মর্টার শেল ব্যবহার করেছে। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে লুহানস্ক এবং দনেৎস্কে এমন অস্ত্র ব্যবহার নিষিদ্ধ ছিল। এছাড়া, বিচ্ছিন্নতাবাদীরা জনবসতিতে আস্তানা তৈরি করেও সেনাবাহিনীর ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। 

এ দিকে এই হামলায় জড়িত বিদ্রোহীরা রাশিয়া সমর্থিত বলে অভিযোগ করা হলেও মস্কো আনুষ্ঠানিকভাবে সংঘর্ষে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে একে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply