রাজধানীতে ফুলের বেচাকেনা জমজমাট

|

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেড়েছে ফুলের চাহিদা। করোনা বিধিনিষেধ শিথিল হওয়ার খবরে রাজধানীতে বেচাকেনাও জমজমাট। গত রাত থেকেই সরগরম শাহবাগের পাইকারি বাজার। শ্রদ্ধা জানাতে যেসব ফুল দরকার হয় তার অর্ডার এসেছে আরো আগে। তবে গেল বছরের তুলনায় দাম কিছুটা বেশি। ব্যবসায়ীদের দাবি, শুধু রাজধানীতেই বিক্রি হবে ৫০ থেকে ৬০ কোটি টাকার ফুল।

এমনিতেও বসন্তের শুরু থেকে ফুলের চাহিদা বাড়ে। আর তা পূর্ণতা পায় ২১ ফেব্রুয়ারি। রকমারি ফুলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে কার্পণ্য করেন না কেউ। তাই সারা রাতই জেগে ছিল রাজধানীর শাহবাগ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে হলুদ গাঁদা, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, লাল ও সাদা গোলাপ, বেলি, কামিনী, সূর্যমুখী, গ্লাডিওলাস।

কক শিটের ফ্রেমে রিং আকারে সাজানো ফুল দিয়েই মূলত শহীদ মিনারে শ্রদ্ধা জানায় মানুষ। এছাড়া রয়েছে বানানো তোড়া কিংবা ডালি। দাম ওঠানামা করছে ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply