নব্বই দশকের তুলনায় পোশাকের নকশায় এসেছে পরিবর্তন, বেড়েছে উৎপাদন অপচয়

|

নব্বইয়ের দশকে দেশের রফতানিমুখী পোশাক কারখানায় সাধারণ নকশার মৌলিক টি-শার্ট তৈরি করা হতো। ফলে উৎপাদন অপচয়ের ক্ষেত্র ছিল বেশ সীমিত। এখন বিভিন্ন ধরনের, বিভিন্ন ব্র্যান্ডের, নানা নকশার পোশাক তৈরি হচ্ছে। নকশা পরিবর্তনের কারণে সময়ের সঙ্গে বেড়েছে উৎপাদন অপচয়।

শিল্প মালিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে গত ডিসেম্বরেই অপচয়ের সর্বোচ্চ হার পুনর্নির্ধারণ করে দেয় সরকার। গতকাল সেই হারেও পরিবর্তন আনা হয়েছে। অপচয়ের নতুন হার ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে ১৯৯৮ সালে পোশাক পণ্যের উৎপাদন অপচয়ের সর্বোচ্চ হার নির্ধারণ করে দেয়া হয়েছিল। গত ডিসেম্বরে জারি হওয়া আদেশে টি-শার্ট, পোলো শার্ট, ট্রাউজার, শর্টস, স্কার্ট, পাজামা ধরনের পণ্যগুলোকে বেসিক নিট হিসেবে আখ্যা দেয়া হয়। এ ধরনের পণ্যের ক্ষেত্রে অপচয়ের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয় ২৭ শতাংশ। রোববারের আদেশে বেসিক নিট পণ্যে অপচয়ের সর্বোচ্চ হার ২৭ থেকে বৃদ্ধি করে ২৯ শতাংশ করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply