টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অবনমন বাংলাদেশের, শীর্ষে ভারত

|

ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। ১০ নাম্বারে নেমে গেছে টাইগাররা। আর উইন্ডিজদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা ভারত উঠে গেছে টেবিলের শীর্ষে।

গত অক্টোবর থেকেই ক্রিকেটের ছোট সংস্করণে জয় অধরা থেকে যাচ্ছে বাংলাদেশের কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে সব ম্যাচ হেরে ফিরেছিল বাংলাদেশ। এরপর পাকিস্তান সিরিজেও ব্যর্থতার পুনরাবৃত্তি। তিন ম্যাচের সবকটা ম্যাচেই জুটেছিল হার।

টানা ৮ ম্যাচ হারের পর র‍্যাঙ্কিংয়ে অবনমন অনেকটা অবধারিতই ছিল। তবে নভেম্বরের র‍্যাঙ্কিং অনুযায়ী ২০২২ বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি অংশ নেবে বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ের বিচারে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল সরাসরি মূল পর্বে খেলবে আর কারা বাছাই খেলবে, সেটি ঠিক করতে ১৫ নভেম্বরের র‌্যাঙ্কিংকেই কাট-অফ টাইম ধরে নেয়া হয়েছিল। সে সময়ে ওয়েস্ট ইন্ডিজ টানা দুই হারে দশে নেমে যাওয়ায় বাংলাদেশ জায়গা পেয়েছিল আট নম্বরে। সে সুবাদে সরাসরি সুপার টুয়েলভে সুযোগ হয় বাংলাদেশের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply