ইরানের এফ-৫ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) দেশটির আবাসিক এলাকা তাবরিজে এ ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, নিহত হওয়া তিন জনের মধ্যে দুইজন পাইলট এবং একজন বেসামরিক নাগরিক। বেসামরিক ওই ব্যক্তি পার্কিংয়ে থাকা গাড়িতে ছিলেন। নিহত দুই পাইলট হলেন, সাদেগ ফালাহি ও আলিরেজা হানিফেহজাদ।
স্থানীয় সেনা কর্মকর্তা রেজা ইউসেফি বলেন, দুর্ঘটনার শিকার ওই যুদ্ধবিমানটি এফ-৫ মডেলের। যা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বিমানটি। যুদ্ধবিমানটি একটি স্কুলের ওপর আছড়ে পড়ে। এতে পাশে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। তবে করোনার কারণে স্কুলটি বন্ধ ছিল।
আরও পড়ুন: ব্রাজিলের ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫২
ইউএইচ/
Leave a reply