লালমনিরহাটে আকস্মিক শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

|

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ক্ষেতের একাংশ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা।

জানা গেছে, সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আকস্মিকভাবে শুরু হয় এ ঝড় ও শিলাবৃষ্টি। ঘণ্টাব্যাপী চলা এ শিলাবৃষ্টিতে মাঠের ভুট্টা, তামাক, আলু, গম, আম, লিচুসহ অন্যান্য শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, সোমবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ ,আদিতমারী ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকার ওপর দিয়ে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। আকস্মিক এ ঝড়ে গম, ভুট্টা, তামাক,আলু, আম, লিচু ও বিভিন্ন শাকসবজি চাষীরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ শামীম আশরাফ জানান, শিলাবৃষ্টিতে ঠিক কী পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরুপণে কাজ করছে কৃষিবিভাগ। মঙ্গলবারের (২২ ফেব্রুয়ারি) মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply