ইউক্রেন সংঘাত অবসানে আপাতত শান্তি পরিকল্পনার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপির।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেন, এটা এখন পরিষ্কার যে, ২০১৫ সালের মিনস্ক শান্তি চুক্তি বাস্তবায়নের কোনো সম্ভাবনা আর নেই। তার এ ঘোষণার পরই এক বিবৃতিতে রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে পাঁচজন অনুপ্রবেশকারীকে হত্যা করা হয়েছে। এদিকে, ইউক্রেন থেকে ছোড়া গোলার আঘাতে সীমান্তবর্তী একটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবিও করেছে মস্কো।
তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, ইউক্রেনে আক্রমণ চালানোর অজুহাত খুঁজছে মস্কো। এক টুইট বার্তায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, ইউক্রেন দোনেৎস্ক বা লুহানস্কের কোথাও কোনো হামলা চালায়নি। এমনকি রাশিয়ায় অনুপ্রবেশ, সীমান্তে গোলাবর্ষণ বা সীমান্ত এলাকায় কোনো সেনাদল বা কাউকেই পাঠায়নি কিয়েভ। মস্কোর এসব দাবি ইউক্রেনে হামলা চালানোর অজুহাত মাত্র। রাশিয়ার উচিত অতিসত্বর তাদের ভুয়া তথ্য উৎপাদনের কারখানা বন্ধ করা।
প্রসঙ্গত, ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা অস্বীকার করলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ন্যাটোতে ইউক্রেনের যোগদান ঠেকানোর লক্ষ্যে কিয়েভের ওপর ব্যাপক চাপ তৈরি করেছে মস্কো। এর জবাবে, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছেন পশ্চিমা নেতারা।
উল্লেখ্য, ইউক্রেন সঙ্কট অবসানে পুতিনের সাথে যেকোনও পর্যায়ে বৈঠক করতে জো বাইডেন রাজি আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
/এসএইচ
Leave a reply