সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক রেকর্ড গড়লেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে ইনস্টাগ্রামে ৪০ কোটি ফলোয়ার ছাড়িয়েছে তার। তবে এই সংখ্যা আরও ১০ থেকে ২০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন রোনালদো।
৩৭ বছর বয়সী এই ফুটবলারের অনুসারীর সংখ্যা ৪০ কোটি ৪০ লাখ। নতুন এই মাইলফলক ছুঁয়ে ভক্তদের ধন্যবাদ জানান সি আর সেভেন। মাঠের ফুটবলের পাশাপাশি ইনস্টাগ্রামেও সমানতালে সক্রিয় ক্রিশ্চিয়ানো রোনালদো।
শুধু মেসিই নয়, ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার সবচেয়ে বেশি। তিনি পিছে ফেলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। রোনালদো থেকে পিছিয়ে আছেন হলিউডের অভিনেতা ও সাবেক রেসলার ডোয়াইন জনসনও (দ্য রক)। এদিকে সংগীতশিল্পী সেলেনা গোমেজ-লেডি গাগার থেকেও অনেক এগিয়ে রোনালদো।
ইতালিয়ান সি আর ক্লাব জুভেন্টাস ছেড়ে গত ট্রান্সফার উইন্ডোতে দ্বিতীয়বারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান রোনালদো। রেড ডেভিল শিবিরে সাম্প্রতিক সময়টা তার অনুকূলে নেই। অফ ফর্ম এবং মাঠের বাইরের বিভিন্ন ঘটনা বিষিয়ে তুলছে তাকে। এবার ইনস্টাগ্রামে দারুণ এই মাইলফলক ছোঁয়া থেকে প্রেরণা খুঁজে নতুন করে শুরু করতে চাইবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
ইউএইচ/
Leave a reply