ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম জালাল উদ্দিন বদু। পুলিশ বলছে, তার বিরুদ্ধে একাধিক বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
শুক্রবার দিবাগত মধ্যরাতে আখাউড়া উপজেলার নুরপুর গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, শুক্রবার সকালে বদুকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তার দেয়া তথ্য অনুযায়ী রাতে নুরপুর গ্রামে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান চালানো হয়।
এসময় বদুকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। এক পর্যায়ে শুধু বদু গুলিবিদ্ধ হয়; ছিনিয়ে নিতে আসা বাকি সবাই পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা বদুকে মৃত ঘোষণা করেন।
/কিউএস
Leave a reply