চ্যালেঞ্জিং সংগ্রহের পথে আফগানিস্তান

|

ছবি: সংগৃহীত

নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। মিডল অর্ডারে আফগান ব্যাটাররা ভালো শুরু পেয়েও বাংলাদেশি বোলারদের নিয়মিত উইকেটপ্রাপ্তিতে বড় ইনিংস গড়তে পারেননি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৪৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দেখায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শহিদি। তৃতীয় ওভারের রাহমানুল্লাহ গুরবাজকে তামিম ইকবালের ক্যাচ বানিয়ে প্রথম আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রথম উইকেটের পতনের পর রাহমাত শাহকে নিয়ে ধীরে সুস্থে এগোতে থাকেন ইবরাহিম জাদরান। এরপর শরিফুলের অফ স্ট্যাম্পে পিচ করা বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে দাঁড়ানো ইয়াসির রাব্বির হাতে ধরা পড়েন আফগান ওপেনার জাদরান। ভেঙে যায় ৪৫ রানের জুটি।

এরপর দ্বিতীয় স্পেলে আক্রমণে আসেন তাসকিন আহমেদ। প্রথম স্পেলে কিছুটা খরুচে হলেও তাসকিন আহমেদের বাড়তি পেস ও বাউন্সে পরাস্ত হয়ে রাহমাত শাহ ফেরেন প্যাভিলিয়নে। এরপর মোহাম্মদ নবিকেও সাজঘরে ফিরিয়েছেন তাসকিন। মাঝখানে হাসমাতুল্লাহ শহিদিকে মুশফিকের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন মাহমুদউল্লাহ। তবে গুলবাদিন নাইবকে নিয়ে নাজিবুল্লাহ জাদরান এগিয়ে নিচ্ছেন ইনিংসকে। জাদরান হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। সাথে গুলবাদিন নাইবও ব্যাট করছেন হাত খুলে।

আরও পড়ুন: ক্যাচ মিসের জন্য সতীর্থকে চড় মারলেন হারিস রউফ! (ভিডিও)


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply