সপ্তম উইকেট জুটিতে আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ দেশের হয়ে করলেন রেকর্ড। অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে আফিফ-মিরাজের ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি। সেই সাথে অবিস্মরণীয় জয়ের পথে দুটি বিশ্ব রেকর্ডও গড়ে এই দুই ব্যাটার ঠাই করে নিলেন ইতিহাসের পাতায়।
দেশীয় রেকর্ডের পাশাপাশি সপ্তম উইকেট জুটিতে বিশ্বের দ্বিতীয় স্থানে জ্বলজ্বল করছে এখন আফিফ-মিরাজের কীর্তি। এই দুই টাইগার ক্রিকেটারের আগে রয়েছে জস বাটলার ও আদিল রশিদের ১৭৭ রানের পার্টনারশিপ। তবে ৫০ রানের নিচে ৬ উইকেট হারানোর ম্যাচে সর্বোচ্চ রানের জুটি গড়লেন আফিফ-মিরাজ। এর আগের জুটি ছিল ১১৮ রানের, যা ২০০৫ সালে গড়েছিলেন ইরফান পাঠান ও জেপি যাদব
এছাড়া রান তাড়া করার পথে ৭ম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডও গড়েছেন আজ আফিফ ও মিরাজ। এর আগের রেকর্ডটি ছিল জস বাটলার ও ক্রিস ওকসের ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা ১৩৮ রানের পার্টনারশিপ।
একেবারে খাদের কিনারা থেকে তুলে এনে দলকে জয়ে বন্দরে পৌঁছালেন এই দুই টাইগার ব্যাটার। একটা সময়ে ৬ উইকেট পড়ে যাওয়া বাংলাদেশের হাল ধরেন আফিফ ও মিরাজ। ঠাণ্ডা মাথায় খেলে কেবল দলের জয় নয়, তারা গড়লেন সপ্তম উইকেট জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। আফিফ ব্যাট হাতে ৯৩ এবং মেহেদী ৮১ রানে অপরাজিত থাকেন।
অবিশ্বাস্য,অকল্পনীয়, অতি মানবীয়- এমন অসংখ্য বিশেষণের সমাহার এখন আফিফ-মিরাজের এই অনবদ্য জুটিতে। ৪৫ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর এভাবে ঘুরে দাড়িয়ে মহাকাব্যিক এক জয় চিনিয়েছেন তারা, শেষ করেছেন ম্যাচ। ২০১৬ সালে যুবদলের হয়ে খেলা দুই তরুণ। ক্রিকেটে এমন ঘুরে দাঁড়ানোর গল্প কালে-ভদ্রে হয়, হয় যুগ-যুগান্তরে। আর এমন একটা গল্প রচনার পথে দু’দুটি বিশ্বরেকর্ড গড়ে ইতিহাসের পাতায়ই ঠাই পেলেন আফিফ-মিরাজ।
আরও পড়ুন: ‘মানুষ পারে না এমন কাজ নেই, আমি আত্মবিশ্বাসী ছিলাম’
Leave a reply