সীমান্ত পার করেছে রুশ সেনা বহর: ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী

|

ইউক্রেন সীমান্ত দিয়ে প্রবেশ করছে রুশ সেনাবাহিনীর গাড়ি। ছবি: সংগৃহীত

রুশ সেনাবাহিনীর বহর ইউক্রেনের উত্তরে চেরনিহিভ ও সুমি অঞ্চল দিয়ে এবং পূর্বাঞ্চলে লুহানস্ক ও খারকিভ অঞ্চল দিয়ে দেশটির ভেতরে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী (ডিপিএসইউ)। খবর বিবিসির।

ডিপিএসইউ বলছে, কামানের গোলা চালানোর পর রুশ সেনাবাহিনী সীমান্তের ভেতরে আগ্রাসন শুরু করে। ইউক্রেনের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনী ‘শত্রুকে প্রতিহত করতে সব পদক্ষেপ নিচ্ছে।’

এখন পর্যন্ত রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ। ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় রুশ সেনাবাহিনীর বোমা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

সব জল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন পুতিনকে আগ্রাসন বন্ধ করতে অনুনয় করলেন ঠিক একই সময় এক টেলিভিশন ভাষণে পুতিন ডনবাসে অভিযানের ঘোষণা দেন।
আরও পড়ুন: রাশিয়ার ৫টি যুদ্ধবিমান ও ১টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply