ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক কেন্দ্র দখলের দাবি রাশিয়ার

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক কেন্দ্র দখলের দাবি জানিয়েছে রাশিয়া বাহিনী। রাশিয়ান বাহিনী স্থল, আকাশ ও সমুদ্র পথে সমানভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের ওপর। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনের উত্তর ও পূর্ব থেকে রাশিয়া ও বেলারুশের সীমান্ত পেরিয়ে সৈন্যদের দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণ সাগর এবং দক্ষিণ-পূর্বে আজভ সাগর থেকে উপকূলে রাশিয়ান সৈন্য প্রবেশ করছে বলে জানিয়েছে ইউক্রেন।

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।

চলমান রাশিয়া- ইউক্রেন সংঘর্ষে দুই পক্ষের মধ্যেই হতাহতের খবর আসতে শুরু করেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুই পক্ষ মিলে অন্তত ১০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৯০ জনই সামরিক বাহিনীর সদস্য।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply