তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইশান কিষাণ ও শ্রেয়াশ আইয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখিয়ে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়েছে ভারত। ভারতের দেয়া ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৩৭ রানে থামে শ্রীলঙ্কা।
লক্ষৌতে আগে ব্যাটিং করতে নেমে ইশান কিষাণ ও অধিনায়ক রোহিত শর্মা ভালো শুরু এনে দেন ভারতকে। উদ্বোধনী জুটি থামে ১১১ রানে। রোহিত ৪৪ রান করে কুমারার বলে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং করেন শ্রেয়াশ আইয়ারও। ৮৯ রানে কিষাণ ফিরলে ১৫৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। শ্রেয়াশের ২৮ বলে ঝড়ো ৫৭ রানের অপরাজিত ইনিংসে ২ উইকেটে ১৯৯ রান করে স্বাগতিকরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভুবনেশ্বরের পেসে পথ হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ১৫ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার। মিডল অর্ডারে আসালঙ্কা ধিরস্থির ফিফটি করলেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৩৭ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
ইউএইচ/
Leave a reply