রাশিয়ার আকাশে নিষিদ্ধ ব্রিটিশ বিমান

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিমানবন্দরে অবতরণ ও রাশিয়ার আকাশসীমায় ব্রিটিশ উড়োজাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। রাশিয়া বলছে, ব্রিটিশ বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার অবন্ধুত্বসুলভ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলার ইস্যুতে যুক্তরাজ্য তাদের আকাশসীমায় রাশিয়ার উড়োজাহাজ ‘অ্যারোফ্লট’ প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে, বিমানযাত্রীদের বিষয়টি জানানো হয়েছে। টাকা ফেরতের কথাও বলা হয়েছে। আমরা বিষয়টির দিকে নজর রাখছি।

আরও পড়ুন: মাঝ আকাশ থেকে ভারতীয় বিমানকে ফেরত পাঠালো ইউক্রেন

বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে যুদ্ধ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply