তিন ফরম্যাটে মুশফিকের ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ

|

তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ২য় বাংলাদেশি হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। তার ওপরে রয়েছেন তামিম ইকবাল।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে তৃতীয় উইকেটে লিটন দাসের সঙ্গে ২০২ রানের রেকর্ড জুটি গড়েছেন মুশফিক। ভেঙেছেন ৭ বছর আগে তামিমের সঙ্গে তার করা ১৭৮ রানের রেকর্ড জুটি। মাঠ কিংবা মাঠের বাইরে, সমালোচনার জবাবটা ভালোই দিতে জানেন মুশফিকুর রহিম। আর ফরম্যাট যদি হয় ওয়ানডে, তাহলে তো কথা-ই নেই; কারণ গত ৭ বছরে তার গড় ৫০ ছুঁইছুঁই। পাশাপাশি আবারও মনে করিয়ে দিলেন মিস্টার ডিপেন্ডেবল নামের তকমা।

এই ম্যাচে ব্যক্তিগত অর্জনেও পরিপূর্ণ মুশফিকুর রহিম। চাপের মধ্যেও খেললেন নিজের সাবলীল খেলা। ব্যক্তিগত রান যখন ৮০, ঠিক তখনই স্পর্শ করলেন অনন্য এক রেকর্ড। তিন ফরম্যাটের ক্রিকেটে নাম লেখালেন ১৩ হাজারি রান ক্লাবে। মুশফিকের পেছনে রয়েছেন সাকিব আল হাসান, ১২ হাজার ৫৫৩ রান নিয়ে। আর শীর্ষে থাকা তামিম ইকবালের রান ১৪ হাজার ১৭৫।

এদিকে ৯ হাজার ৩৬৮ রান নিয়ে তালিকার চতুর্থ স্থানে মাহমুদউল্লাহ আর পঞ্চম স্থানে থাকা মোহাম্মদ আশরাফুলের রান ৬ হাজার ৬৫৫।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply