কার্বন নিঃসরণ কমাতে বিশেষ পরিবহন চালুতে জোরারোপ বিশেষজ্ঞদের

|

কার্বন নিঃসরণ কমাতে ঢাকা মহানগরে গ্রিন ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা চালুর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। সকালে গ্রিন ট্রান্সপোর্ট অ্যান্ড জাস্ট ট্রানজিশন ইন বাংলাদেশ শীর্ষক কর্মশালায় এ বিষয়ে নিজেদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন তারা।

জার্মানির গ্লোবাল লেবার ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স কর্মশালাটির আয়োজন করে। কর্মশালায় বিশিষ্টজনরা বলেন, ঢাকা শহরে যে পরিমান কার্বণ নিঃসরণ হয় তার ১৫ ভাগের জন্য দায়ী বাস ও ট্রাক। পরিকল্পিত নগরায়নের মাধ্যমে গ্রিন ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু করা গেলে কার্বন নিঃসরণ অনেকাংশে কমানো সম্ভব।

কর্মশালায় বক্তারা আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা জন্য পরিবহন খাতও অনেকাংশে দায়ী। এজন্য যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের কাছে গ্রিন ট্রান্সপোর্টর ধারণা পৌছে দেয়া জরুরি। এসময় বক্তারা অভিযোগ করেন, নগরীর নানা পরিকল্পনায় নগর পরিকল্পনাবিদদের পরামর্শ নেয়া হয় না। আর এ কারণে দিনদিন অপরিকল্পিত নগরায়নের দিকে যাচ্ছে বাংলাদেশ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply