আবারও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

|

ছবি: সংগৃহীত

আবারও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। রোববার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে জাপান ও দক্ষিণ কোরিয়া। খবরটি জানিয়েছে ডয়চে ভেলে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, সুনানে পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অবস্থান থেকে পূর্বাঞ্চলে স্বল্প মাত্রার একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। মিসাইল পরীক্ষা চালানোর একদিন আগে পিয়ংইয়ংয়ে আলোচনায় বসে দেশটির নেতা কিম জং উন।

এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে সিউল ও টোকিও। তারা দাবি করেছে, রাশিয়া-ইউক্রেনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকার সুযোগকে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরালো করেছে উত্তর কোরিয়া। এর আগে, জানুয়ারি মাসে রেকর্ড সংখ্যক মিসাইল উৎক্ষেপণ করে দেশটি।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুয়ো কিশি বলেন, রোববারের মিসাইল ৬০০ কিলোমিটার (৪০০ মাইল) উচ্চতা পর্যন্ত উঠেছিল।

আরও পড়ুন: এরদোগান-জেলেনেস্কি ফোনালাপে যে আলোচনা হলো

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply