ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে চলমান সংঘর্ষে রাশিয়ার ৪ হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছে। মন্ত্রণালয়টি দাবি করেছে, রাশিয়া সূচনালগ্ন থেকে তার কোনো সশস্ত্র সংঘাতে লড়াইয়ের সময় এত বেশি হতাহতের শিকার হয়নি। ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলমান এই সংঘর্ষে দুই পক্ষেরই বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। রাশিয়ার অত্যাধুনিক সব অস্ত্রের কাছে নিতান্তই ঘরে বানানো সব অস্ত্র নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয়রা। তবে মনের জোরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। শত্রুপক্ষের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে নেমেছেন দেশটির সাধারণ মানুষ। গেরিলা পদ্ধতিই তাদের একমাত্র হাতিয়ার। ঘরেই বানাচ্ছেন ককটেল। রুশ ট্যাংক বিপথে নিতে সরানো হচ্ছে রোড সাইন। মুছে দেয়া হচ্ছে চলাচলের চিহ্ন। এমনকি, যোগাযোগে বিঘ্ন ঘটাতে গাছ কেটে ফেলে রাখা হচ্ছে রাস্তায়।
এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে।
এনএএস/
Leave a reply