কিয়েভে এখন আর কোনো রুশ সেনা নেই, দাবি মেয়রের

|

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। ছবি: সংগৃহীত।

ইউক্রেনের রাজধানী কিয়েভে এখন আর কোনো রুশ সেনা নেই বলে জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিটসকো। সেই সাথে সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং আঞ্চলিক প্রতিরক্ষা কর্মকর্তারা নাশকতাকারীদের শনাক্ত এবং দমনের কাজ করে চলেছে বলেও জানান তিনি। রোববার (২৭ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তার মাধ্যমে ভিটালি এই দাবি করেছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম ইউক্রেনফরম।

ভিডিও বার্তায় ভিটালি বলেন, গত রাতেও কিয়েভে গোলাগুলি হয়েছে। ওই রাতেই নাশকতাকারী একাধিক বড় দলকে ধ্বংস করা গেছে। এখন তাদের শনাক্ত ও দমনে কাজ চলছে।

ইউক্রেনের সাধারণ নাগরিকদের উদ্দেশে ভিটালি বলেন, সোমবার পর্যন্ত সারাদেশে কারফিউ জারি আছে। আপনারা কেউ বাইরে বের হবেন না। শুধুমাত্র শহরজুড়ে ‘সাইরেন’ বাজানো হলে নিরাপদ আশ্রয় গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, রাশিয়া কিয়েভের পাশ্ববর্তী শহরেও আকাশপথে হামলা চালাচ্ছে। সমস্ত ইউক্রেনজুড়ে তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: কিয়েভের পর খারকিভে ঢুকেছে রুশ সেনাবাহিনী

এদিকে, রোববার কিয়েভের পরিস্থিতি শান্ত ছিল বলে জানা গেছে। পুলিশ, সামরিক বাহিনী এবং সশস্ত্র স্বেচ্ছাসেবক ছাড়া কিয়েভের রাস্তায় আর কাউকে দেখা যায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply