ইউক্রেনে হামলা চালানোর পর বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে বাদ দেয়া হয়েছে রাশিয়ার কয়েকটি ব্যাংককে। ফলে বাংলাদেশসহ বিশ্বে অনেক দেশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হওয়ার আশঙ্কায় আছে। তবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউল্লিনা জানিয়েছেন, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে রাশিয়ার নিজস্ব এমন একটি ব্যবস্থা আছে যা সুইফটকেও প্রতিস্থাপন করতে সক্ষম। খবর আল জাজিরার।
এনিয়ে এলভিরা বলেন, রাশিয়ার সমস্ত ব্যাংক তাদের দায়িত্বগুলো পূরণ করবে এবং তাদের অ্যাকাউন্টের সমস্ত তহবিলই সুরক্ষিত।
উল্লেখ্য, বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে সোমবার (২৮ ফেব্রুয়ারি)। যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারই মূলত এই আলোচনার উদ্দেশ্য।
এসজেড/
Leave a reply