মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই: বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ

|

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা ব্যতীত দেশের অন্যান্য বিভাগীয় সদরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং টিসিবির মাধ্যমে সর্বত্র পণ্য বিক্রীর দাবিতে দলটির ১১ দিনের কর্মসূচীর অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতে সোমাবার (২৮ ফেব্রুয়ারি) এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, দেশের মানুষের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তাই প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়ছে।

বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা বলেন, নির্বাচন কমিশন গঠনে বিএনপির আস্থা নেই। সার্চ কমিটিকে নেতারা সরকারের ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।

গণতন্ত্রের জন্য দেশে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন উল্লেখ করে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট আয়োজনের দাবি জানান বিএনপি নেতারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply