বিমাখাতকে আধুনিকায়ন করে প্রচার বাড়াতে হবে, যাতে সবাই বিমা করতে আগ্রহী হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১ মার্চ) সকালে গণভবনে থেকে ভার্চুয়ালি জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় সন্তান জন্মের পরেই শিক্ষা বীমা করতে অভিভাবকদের প্রতি পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমার টাকার লোভে কেউ যাতে শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটায়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, যানবাহনের বিমার ক্ষেত্রে তৃতীয় পক্ষকে এড়িয়ে চলতে হবে।
জাতীয় বিমা দিবসের এ অনুষ্ঠানে এ শিল্পকে ডিজিটালাইজড করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
/এমএন
Leave a reply