বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মানুষ খাবারের কষ্টে আছে। দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্ঠি হচ্ছে। ভীষণ দুর্দিন অতিক্রম করছি।
মঙ্গলবার (১ মার্চ) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ শাখার নতুন কমিটি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায়। এরপর রিজভী এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী আহমেদ আরও বলেন, তথাকথিত উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করছে ক্ষমতাসীনরা। দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। সরকার জনগণের বাচার চিন্তা করছে না।
বিএনপির এ নেতা দাবি করেন, সরকার নিজেদের মতো করে ইসি গঠন করেছে। নির্বাচন কমিশনের সদস্যরা প্রধানমন্ত্রীর চেতনা ধারণ করে। নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব না।
/এমএন
Leave a reply