আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ঢাকাসহ আশেপাশের পাঁচ জেলার অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেন।
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর এ আদেশ বাস্তবায়ন করবে। পরিবেশ অধিদফতর এর আগে উচ্ছেদ কার্যক্রম চালালেও একেবারে ধ্বংস করে দেয়ার বিষয়ে নিজেদের অপরাগতা প্রকাশ করে।
এক প্রতিবেদনে পরিবেশ অধিদফতর জানায়, অবৈধ ইটভাটা উচ্ছেদ, জরিমানাসহ নানা কার্যক্রম পরিচালনা করে তারা। কিন্তু লোকবল পর্যাপ্ত না থাকা ও আনুষঙ্গিক ব্যবস্থার কারণে অবৈধ ইটভাটা একেবারে ধ্বংস করে দেয়া সম্ভব হয় না।
এদিন শুনানিতে আদালত বলেন, পরিবেশের দিকে না তাকিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের। এর আগে পাঁচ জেলার ডিসিরা অবৈধ ইটভাটার তালিকা জমা দেয় আদালতে। সে হিসেবে পাঁচ জেলায় ৩০০ এর বেশি অবৈধ ইটভাটা রয়েছে।
/এমএন
Leave a reply