রেফারিং বিতর্কে জরিমানা গুনলেন সাইফ স্পোর্টিংয়ের কোচ দিয়াগো আন্দ্রেস ক্রুসিয়ানি। গণমাধ্যমে রেফারিং নিয়ে সমালোচনা করায় কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাফুফে।
জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এমন আচরণ না করতে সতর্ক করা হয় জাতীয় দলের সাবেক এই কোচকে। তবে এখানেও বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই আর্জেন্টাইন কোচকে শোকজের এক দিনের মধ্যেই জরিমানা করেছে বাফুফে।
আরও পড়ুন: আরও লম্বা হতে যাচ্ছে বুফনের ক্যারিয়ার
এর আগে, বসুন্ধরা কিংস সভাপতির বিরুদ্ধে একই অভিযোগে শোকজ করলেও তাকে কোনো জরিমানা করেনি ফেডারেশন। রেফারিং নিয়ে মন্তব্য করে সমালোচিত হয়েছেন খোদ বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।
আরও পড়ুন: রাশিয়াকে সব ধরনের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফিফা
এম ই/
Leave a reply