অকাল বৃষ্টিতেই দিনাজপুরে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা, দ্রুতই আসবে বাজারে

|

দিনাজপুরে গাছে এখনই ফুটেছে মুকুল, লিচুও ফলতে শুরু করেছে।

বৈশিষ্ট্যের কারণে দিনাজপুরের লিচু দেশের অন্য এলাকার চেয়ে আলাদা। গোলাপি রঙের এই ফল মুখে দিলেই ঘ্রাণ আর মিষ্টি রসে ভরে যায় মুখ। এই জেলার লিচু সুস্বাদু ও আগাম জাতের হওয়ায় দেশে চাহিদা রয়েছে অনেক। এবার বাম্পার ফলন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই গাছে মুকুল ফুটতে শুরু করেছে। কৃষক, খামারী ও ব্যাপারীরা বাগান পরিচর্যা চালিয়ে যাচ্ছে। আর দুই মাসের মধ্যেই এই লিচু আসবে বাজারে।

কিছুদিন আগে মাঘ মাসের অকাল বৃষ্টিতে আলুসহ বিভিন্ন ফসলের ক্ষতি হলেও লিচুর জন্য বয়ে এনেছে উপকার। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

সুনামগঞ্জে সুখ্যাতি ছড়িয়েছে চায়না ওয়ান, টু, থ্রি, বেদানা, মাদ্রাজিসহ বেশ কয়েকটি লিচুর জাত। আর মাস দুয়েক পর রসালো এই ফল আসবে বাজারে। এরইমধ্যে গাছ পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। মুকুল ধরে রাখার জন্য নিচ্ছেন প্রয়োজনীয় ব্যবস্থা।

কৃষি বিভাগ বলছে, শীতকালের অনাকাঙ্ক্ষিত বৃষ্টি রবি ফসলের ক্ষতি করলেও লিচুর জন্য আশির্বাদ। এবার দিনাজপুরের ১৩ উপজেলায় ৪০ হাজার মেট্রিক টন লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply