রুশ ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে গেল ইউক্রেনের প্রশাসনিক ভবন (ভিডিও)

|

ছবি: সংগৃহীত

রুশ ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে গেল ইউক্রেনের খারকিভের একটি প্রশাসনিক ভবন। রুশ বাহিনীর আঘাত হানার এই ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব।

টুইটারে ভিডিওটি শেয়ার করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে দেখা গিয়েছে, খারকিভ শহরের রাজপথের একপাশে হলুদ রঙের বিরাট প্রশাসনিক ভবন। ভবন লাগোয়া রাস্তায় গাড়ি চলাচল করছে। আচমকা ক্ষেপণাস্ত্র আঘাত করে ওই ভবনে। মুহূর্তে আগুনে ঝলসে যায় বাড়িটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। পরের দৃশ্যে দেখা যায়, ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সরকারি ভবনটি।

ইউক্রেনে যুদ্ধের কারণে আমেরিকাসহ বিভিন্ন রাষ্ট্র রাশিয়ার ওপরে বিবিধ নিষেধাজ্ঞা জারি করেছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততো আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া। ক্রীড়াক্ষেত্রেও তারা একঘরে। এক্ষেত্রে উলটো নীতি নিতে দেখা যাচ্ছে মস্কোকে। রুশ বয়কট যত বাড়ছে ততো বেশি আগ্রাসী হচ্ছে তারা। বর্তমানে কিয়েভ এবং খারকিভের মতো বড় শহরগুলির আবাসিক এবং প্রশাসনিক ভবনগুলিতেও হামলা চালাচ্ছে রুশ সেনা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply