মাধ্যমিকে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু শিগগিরই: শিক্ষামন্ত্রী

|

করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হওয়ায় শিগগিরই মাধ্যমিক পর্যায়েও নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২ মার্চ) সকালে ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান শিক্ষামন্ত্রী।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, করোনায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এক বর্ষে পুষিয়ে নেয়া সম্ভব নয়, এটি কীভাবে সমাধান হবে সে বিষয়ে কাজ করছে সরকার। করোনা এবং টেন্ডার জটিলতার কারণে চলতি বছর সকল শিক্ষার্থী নতুন বই হাতে পায়নি। দ্রুতই এর সমাধান হবে বলেও জানান মন্ত্রী।

এসময় সাত কলেজের শিক্ষার্থীদের সমস্যার সমাধানে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের দাবির প্রসঙ্গ আসলে তা নাকচ করে দেন মন্ত্রী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply