দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির কর্মসূচীতে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বুধবার (২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী এ সময় বলেন, বিএনপির কর্মসূচীতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে। তাতে ভয় পেয়ে সরকার হামলা চালাচ্ছে। সরকার গণতন্ত্র কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রের উপর চেপে বসেছে।
পটুয়াখালীতে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় শতাধিক বিএনপি কর্মী আহত হয়েছেন বলেও জানান বিএনপির এ নেতা। আরও বলেন, সাভারে বিএনপির সমাবেশ শেষে মিছিলের সময় পুলিশি ব্যারিকেডের মুখে পড়তে হয়। পরে লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। এ সময় ১৫ জন আহত এবং ৫ জনের বেশি গ্রেফতার হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী।
/এমএন
Leave a reply